Code: BS-010
বেশিরভাগ শাকসব্জির গাছই হাড়ের এই গুঁড়ার মাধ্যমে উপকৃত হবে। তবে বিশেষ করে যেসব গাছ মাটির নিচে ফল প্রদান করে, এই যেমন- গাজর, পেয়ার, মূলা ইত্যাদি এই গুঁড়ার মাধ্যমে সবচাইতে ভালো বেড়ে উঠবে। ফুলের গাছের ক্ষেত্রেও আপনি ইকোগ্রোয়ার বোন মিল ব্যবহার করতে পারেন। সব ধরণের গাছেরই ফসফরাস দরকার হয়। বিশেষ করে শিকড়ের ব্রিদ্ধির জন্য এটি খুবই প্রয়োজনীয়। আর বোন মিল সেটারই যোগান দেয়। নাইট্রজেন আর পতাশিয়ামের পরই এই উপাদানটির প্রয়োজন পড়ে প্রতিটি গাছের। শুধু গাছের শিকড়কেই শক্তি দেয় না এই ফসফরাস। একইসাথে, উদ্ভিদকে শক্তি সঞ্চয় করতে এবং সেটি বিনিময় করে ফুল ও ফল উৎপন্ন করতেও সাহায্য করে বোন মিল।
সতর্কতা-
বোন মিল খুব ভালো একটি সার গাছের জন্য। তবে এই হাড়ের গুঁড়া অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে সেটার প্রভাব গাছ এবং চারপাশের পরিবেশের নেতিবাচকভাবেও পড়তে পারে। বেশিরভাগ মাটিতেই ফসফরাস থাকে। তবে বছরের পর বছর ধরে কোনো জমিতে চাষ করা হলে সেক্ষেত্রে সেখানে ফস্ফরাসের পরিমাণ কমে যায়। আর সেই চাহিদা পূরণ করতে প্রয়োজন পড়ে হাড়ের গুঁড়ার
Reviews
There are no reviews yet.